২৮ এপ্রিল, ২০১৭ ১১:৪৯

শারাপোভা একজন প্রতারক: ইউজেনি বুচার্ড

অনলাইন ডেস্ক

শারাপোভা একজন প্রতারক: ইউজেনি বুচার্ড

সংগৃহীত ছবি

কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২৬ এপ্রিল বুধবার স্টুটগার্ট ওপেনের কোর্টে নেমেই জয় তুলে নেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। তবে তার এই ফিরে আসা যেন কোনো ভাবেই মেনে নিতে পারছেন না ইউজেনি বুচার্ড। বরং শারাপোভাকে প্রতারক আখ্যায়িত করে টেনিস থেকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানান তিনি। 

এ বিষয়ে কানাডার তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা বলেন, ‘সে একজন প্রতারক। যেকোনো ধরনের খেলাতে একজন প্রতারককে আবারও খেলার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি না।’ শারাপোভার ব্যাপারে বুচার্ড আরও বলেন, ‘আমি মনে করি, ডব্লিউটিএ থেকে একটা ভুল বার্তা দেওয়া হয়েছে। যারা সৎ এবং সঠিক নিয়ম মেনে খেলাধুলা করে, এটা তাদের জন্য রীতিমতো অন্যায়।’

এদিকে, এ বিষয়ে স্টুটগার্ট ওপেনের ম্যাচ শেষে শারাপোভাকে প্রশ্ন করা হলে তাতে মোটেই কান দেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। বরং শারাপোভা তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে কথা বলেছেন। যেখানে পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক মুখোমুখি হবেন তারই স্বদেশি একাটেরিনা মাকারোভার।

সূত্র: বিবিসি


বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর