২৮ এপ্রিল, ২০১৭ ১৫:৩০

পাকিস্তান সফরে আইসিসি বিশ্ব একাদশ!

অনলাইন ডেস্ক

পাকিস্তান সফরে আইসিসি বিশ্ব একাদশ!

সংগৃহীত ছবি

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই ধারাবাহিকতায় এবার পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষদিকে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে গঠিত বিশ্ব একাদশ পাকিস্তানে সফর করবে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তান বনাম আইসিসি বিশ্ব একাদশ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে। চারটি ম্যাচই হওয়ার কথা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। নতুন এই উদ্যোগের কারণ, পিএসএলের ফাইনালে সেখানকার নিরাপত্তাব্যবস্থা দেখতে প্রতিনিধি দল পাঠিয়েছিলো আইসিসি। তাদের দেওয়া ইতিবাচক রিপোর্টের ভিত্তিতেই আবারও বিদেশি ক্রিকেটারদের পা পড়তে যাচ্ছে পাকিস্তানে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই নিশ্চিত করেছেন তথ্যটি। তিনি জানিয়েছেন, আইসিসি কর্তৃক নিযুক্ত পাকিস্তান টাস্কফোর্সের প্রধান জাইলস ক্লার্ক পাকিস্তানে বিশ্ব একাদশের সফরের বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।

পিএসএলের ফাইনাল ম্যাচ দেশের মাটিতে নির্বিঘ্নে আয়োজন করার পর আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পিসিবি। তারই অংশ হিসেবে বিশ্ব একাদশের বিষয়টিও সামনে এসেছে। তবে পিসিবি তাদের বিবৃতিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচের কথা বললেও, সংস্থাটির চেয়ারম্যান নাজাম শেঠি তিনটি ম্যাচের কথা উল্লেখ করেছেন। 

সূত্র: জিও নিউজ


বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর