২৮ এপ্রিল, ২০১৭ ১৬:৪৩

পিসিবি'র বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন আফ্রিদি

অনলাইন ডেস্ক

পিসিবি'র বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন আফ্রিদি

সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী সংবর্ধনা নিয়ে প্রথম থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। অবশেষে সেই বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন তিনি।

ইন্ডিজ সফরের পর পাকিস্তানের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক, অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানসহ আফ্রিদিকে বিদায়ী সংবর্ধনার সিদ্বান্ত জানায় পিসিবি। কিন্তু সেই বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করার সিদ্বান্ত জানিয়ে আজ নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি বলেন, ‘আলোচনা ও বিদায়ী অনুষ্ঠানের সিদ্বান্ত নেয়ায় নাজিম শেঠি আপনাকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমার প্রতিশ্রুতির কারনে আমি এসব নিতে পারছি না।’

ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা অব্যাহত রাখান প্রতিশ্রুতি দেন শেঠি। তার এমন সিদ্বান্ত সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমার ইচ্ছা ছিলো নতুন প্রবনতা সৃষ্টি হোক। আমি খুব খুশী মিসবাহ-ইউনিস একটি পরিপূর্ণ বিদায়ী সংবর্ধনা পাবে। আমি আশা করছি, এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত রোববার খেলোয়াড়দের বিদায়ী সংবর্ধনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন শেঠি ও আফ্রিদি।

সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন


বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর