২৮ এপ্রিল, ২০১৭ ১৭:৩৫

ফের কলকাতার পথে ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

ফের কলকাতার পথে ম্যারাডোনা

ফাইল ছবি

পূজার আগে কলকাতার বাঙালিরা পেল বড় এক উপহার। আবার তাদের শহরে আসছেন ডিয়াগো ম্যারাডোনা। এর আগে ২০০৮ সালে ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন তিনি। এই শহরের উন্মাদনা তাকেও ছুঁয়ে গিয়েছিল। কলকাতাকে তার যে মনে আছে, পরে বারবার তা স্বীকারও করেছেন। মাঝে একবার নিঃশব্দে ঘুরে গিয়েছিলেন কেরালা থেকে। তবে সেবার তাকে ঘিরে তেমন কোনও সাড়া পড়েনি। 

এবার পূজার আগেই আবার তাকে কলকাতায় আনার আয়োজন চলছে। একটি ম্যানেজমেন্ট সংস্থা এই দায়িত্ব নিয়েছে। আগেও তারা ম্যারাডোনার সঙ্গে বুয়েন্স আয়ার্সে গিয়ে দেখা করেন। ম্যারাডোনা কলকাতায় আসার ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু তখনও তারিখ চূড়ান্ত হয়নি। 
অবশেষে জানা গেল, তিনি আসছেন ১৯ সেপ্টেম্বর। থাকবেন ২দিন। একটি প্রদর্শনী ম্যাচে তাকে খেলতেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে একদিকে ম্যারাডোনা একাদশ। অন্যদিকে সৌরভ একাদশ। একদিকে ফুটবলের রাজপুত্র, অন্যদিকে কলকাতার মহারাজ। লড়াইটা বেশ উপভোগ্য হবে, সন্দেহ নেই। 

সাবেক খেলোয়াড় থেকে চলচ্চিত্র তারকাদেরও দেখা যেতে পারে। যুব বিশ্বকাপ শুরুর আগেই বাংলায় এসে যাবে ফুটবলের উন্মাদনা এবং তা ডিয়াগো ম্যারাডোনার হাত ধরেই। 

 


বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর