২৮ এপ্রিল, ২০১৭ ২০:০৫

‌শহিদ সেনাদের সন্তানদের দায়িত্ব নিলেন গম্ভীর

অনলাইন ডেস্ক


‌শহিদ সেনাদের সন্তানদের দায়িত্ব নিলেন গম্ভীর

ফাইল ছবি

কাশ্মীরে বিদ্রোহীদের হাতে সেনাদের হেনস্থা হতে দেখে ফুঁসে উঠেছিলেন। সুকমায় মাওবাদীদের হাতে শহিদ সেনাদের জন্যও ফের এগিয়ে এলেন গোতম গম্ভীর। সুকমায় শহিদ ২৫ সেনাদের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি। 

গম্ভীর জানালেন, ‘‌বুধবার সকালে খবরের কাগজ খুলে সুকমায় শহিদ দুই জওয়ানের কন্যার ছবি চোখে পড়ল। একজন শহিদ বাবাকে সালাম জানাচ্ছে। আর অন্যজন আকুল হয়ে কাঁদছে। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিচ্ছেন। ছবি দু’‌টি দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তাই সুকমায় শহিদ সেনাদের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ‘দ্য গৌতম গম্ভীর ফাউন্ডেশন’ ওদের পড়াশোনার সব খরচ বইবে। কাজ শুরু করে দিয়েছি আমরা। কতটা কী এগোল তা আপনাদের জানাতে থাকব।’

ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায় বুরকাপাল ও চিতাগুফা সংযোগকারী প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। নিরাপত্তার জন্য প্রায় ১০০ সিআরপিএফ সেনা মোতায়েন হয়েছিল। কাজের ফাকে মধ্যাহ্নভোজন সারতে বসেছিলেন জনা ৩৫ সেনা। তখনই অত্যাধুনিক অস্ত্র হাতে তাদের ওপর হামলা করে ৩০০ মাওবাদীরা। অতর্কিত হামলায় প্রাণ হারান ২৫ জওয়ান। পাল্টা গুলিতে বেশ কয়েকজন মাওবাদীকেও হত্যা করেন তারা। 
 

 

বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর