২৮ এপ্রিল, ২০১৭ ২০:৩৪

দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা

অনলাইন ডেস্ক

দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা

সংগৃহীত ছবি

আইপিএলে দুরন্ত ছন্দে আছে কলকাতা। ঘরের মাঠে দিল্লিকে সাত উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন গম্ভীরের দল। সামনে থেকে নেতৃত্ব কাকে বলে দেখিয়ে দিলেন নাইট অধিনায়ক। 

৫২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসের জন্যই দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক জাহির খানের আঁটোসাঁটো বোলিং সত্ত্বেও সহজেই ১৬০ রানের টার্গেট পার করতে সমর্থ হল কলকাতা নাইট রাইডার্স। 

৯ ম্যাচে ৭ টিতে জয়, ২টিতে হার কলকাতার। ১৪ পয়েন্ট পেয়ে এখন শীর্ষে গৌতম বাহিনী। শুক্রবার ব্যক্তিগতভাবে আইপিএলে ৪ হাজার রান পূর্ণ করলেন গম্ভীর। গম্ভীরকে যোগ্য সঙ্গত দেন রবীন উথাপ্পা। তিনি করেন ৫৯ রান। তবে আজ ওপেনার সুনীল নারিনকে প্রথমে খুইয়ে বসে নাইটরা। তবে গৌতম এবং উথাপ্পার জুটির কারণে সেই ক্ষতি সহজেই মেরামত হয়ে যায়। 

জয়ের পরে গৌতম গম্ভীর বলেন, ‘‌আমাদের আরও অনেক দূর যেতে হবে। এখনও পর্যন্ত আমাদের সব কৌশল কাজে লেগে গিয়েছে।’‌ 

আর দিল্লির অধিনায়ক জাহির খান বলেছেন, ‘১৬০ রান জেতার জন্য যথেষ্ট ছিল না। হিসেবের থেকে ১৫ রান কম করেছি আমরা।’

তবে জাহির যাই বলুন, এবার আইপিএলে এই নিয়ে দুইবার কেকেআরের কাছে পরাস্ত হল ডেয়ারডেভিলস। একবার দিল্লির ফিরোজ শাহ কোটলায়, দ্বিতীয়বার কলকাতার ঘরের মাঠ ইডেনে।

 

বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর