২৮ এপ্রিল, ২০১৭ ২০:৪৫

হিজাব খুলে খেলার দায়ে ইরানে ফুটবলার নির্বাসিত

অনলাইন ডেস্ক

হিজাব খুলে খেলার দায়ে ইরানে ফুটবলার নির্বাসিত

সংগৃহীত ছবি

হিজাব না পরার শাস্তি পেতে হল। জাতীয় দল থেকে নির্বাসিত করা হল ইরানের এক নারী ফুটবলারকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি অভ্যুত্থানের পর থেকে আইন করা হয় ফুটবল খেলার সময়েও নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। সেই আইন ভঙ্গ করায় রীতিমতো ভর্ৎসনাও করা হয় তাকে

জানা গেছে, ওই নারী ফুটবলার সিবা আমিনি সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি মাঠে শিশুদের ফুটবল খেলতে দেখে নিজেকে সামলাতে পারেননি আমিনি। তিনিও ওই শিশুদের সঙ্গে খেলতে নেমে পড়েন। পরে নিজের খেলার ছবি ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। তাতেই রুষ্ট হন ইরানের ফুটবল ফেডারেশনের কর্তারা। 

তবে পাল্টা জবাব দিতে ছাড়েননি আমিনি। তিনি বলেছেন, ‘আমি আইন ভাঙিনি। আমাদের দেশের আইন কেবলমাত্র দেশের সীমানার মধ্যেই বলবৎ। সুইৎজারল্যান্ডে এসে আমি ইরানের নিয়ম মানতে বাধ্য নই। তাও যদি এখানে আমি নিজের দেশের হয়ে খেলতে আসিনি। সেটা হলে তাও একটা কথা ছিল। আমি বাচ্চাদের সঙ্গে খেলছিলাম। ফেডারেশন থেকে বলা হচ্ছে আমি নাকি পুরুষদের সঙ্গে খেলেছি। ফেডারেশনের কর্মকর্তাটা ভুলে যাচ্ছেন, আমি যাদের সঙ্গে খেলছিলাম, তাদের বয়স ৯–১০ বছরের বেশি নয়।’‌‌‌‌

 


বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর