শিরোনাম
২৯ এপ্রিল, ২০১৭ ০২:০১

পাঞ্জাবকে ২৬ রানে হারাল হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

পাঞ্জাবকে ২৬ রানে হারাল হায়দরাবাদ

টস জিতে ঘরের মাঠে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পঞ্জাব। পাঞ্জাবকে ২০৮ রানের টার্গেট দিয়েছিলো হায়দরাবাদ। দারুণ সফল হায়দরাবাদের প্রথম তিন ব্যাটসম্যান। ওপেনিং জুটিতে ১০৭ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধবন। ২৭ বলে ওয়ার্নারের ৫১ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। একই সঙ্গে দুরন্ত শিখর ধবন। অনেকদিন পর ঝোড়ো ব্যাটিং দেখা গেল তাঁর ব্যাট থেকে। ৪৮ বলে করলেন ৭৭ রান।

নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে হায়দরাবাদের রান ২০৭। পঞ্জাবের হয়ে জোড়া উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি প্রীতির পঞ্জাব। শেষটাও ভাল হল না। ১৮১ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। দুই ওপেনার মার্টিন গাপটিল ও মনন ভোরা ২৩ ও তিন রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পরই পঞ্জাবকে বাঁচাতে মাঠে নামেন শন মার্শ। ৫০ বলে ৮৪ রান করে ভুবনেশ্বরের বলে দীপক হুদাকে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। ১৪টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু উল্টোদিকে তখন পর পর প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতা। ম্যাক্সওয়েল ০, মর্গ্যান ২৬, ঋদ্ধিমান ২, অক্ষর পটেল ১৬, অনুরিত সিংহ ১৫, মোহ্ত শর্মা ২  রান করে আউট হন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর