২৯ এপ্রিল, ২০১৭ ১১:৫৭

পাকিস্তানের না আসার কারণ জানতে চাইবে বিসিবি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের না আসার কারণ জানতে চাইবে বিসিবি

ফাইল ছবি

হঠাৎ করেই আগামী জুলাইয়ের বাংলাদেশ সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান নিজেই সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেখানে বলা হয়েছে দুই পক্ষের সম্মতিতেই সফরটি স্থগিত করা হয়েছে। তবে ব্যাপারটি তেমন নয় বলে জানালেন আইসিসির সভা শেষে দেশে ফেরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর তাই, পিসিবির কাছে সফরে না আসার কারণ জানতে চাইবে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার সাথে কথা হয়নি। কেন আসছে না সেটা আমাদের জানা দরকার। একটা নির্দিষ্ট কারণ তো থাকতে পারে। কেউ যদি বিশেষ কারণে আসতে না চায় তাহলে আমরা অফিসিয়ালি কারণ জানতে চাইবো। তারপর রেসপন্স করবো।’

বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর