৩০ এপ্রিল, ২০১৭ ১৪:৫৬

টানা পঞ্চম জার্মান লীগ শিরোপা জিতলো বায়ার্ন

অনলাইন ডেস্ক

টানা পঞ্চম জার্মান লীগ শিরোপা জিতলো বায়ার্ন

উল্ফসবার্গকে ৬-০ গোল বিধ্বস্ত করে টানা পঞ্চমবারের মত বুন্দেসলিগার শিরোপা জিতে রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার এ্যাওয়ে ম্যাচটিতে দুই গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি। এই নিয়ে ২৭তম লীগ শিরোপা দখল করলো বায়ার্ন। 

দিনের অপর ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ ইনগোস্টাদের সাথে গোলশূন্য ড্র করায় তিন ম্যাচ হাতে রেখেই ১০ পয়েন্ট এগিয়ে লীগ শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। 

এ সম্পর্কে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘টানা পাঁচবারের শিরোপা সত্যিই অবিশ্বাস্য। এই চ্যাম্পিয়নশীপে যোগ্য প্রার্থী আমরাই ছিলাম। 

বায়ার্নের প্রধান কোচ হিসেবে এটাই কার্লো আনচেলত্তি প্রথম মৌসুম। আর অভিষেকেই ক্লাবকে লীগ শিরোপা উপহার দেয়ায় দারুন খুশী এই ইতালিয়ান বলেছেন, আমি দারুন খুশী, এটা জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমার অভিজ্ঞতাও দারুন। 

এই নিয়ে চারটি জাতীয় লীগের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলে আনচেলত্তি। এর আগে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ, এসি মিলানের হয়ে সিরি-আ ও প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে লীগ ওয়ানের শিরোপা জয় করেছিলেন আনচেলত্তি। আনচেলত্তি বলেছেন, ‘এই অসাধারণ ক্লাবটিকে ধন্যবাদ জানাতে চাই। এই শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল। পুরো মৌসুম জুড়ে আমরা ভাল ফুটবল খেলেছি, এখন সময় এসেছে উদযাপনের।’

লিওয়ানদোস্কি এই দুই গোলসহ মৌসুমে ২৮টি গোল করেছেন। লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনিই শীর্ষে রয়েছে। এক গোল কম করে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক অবামেয়াং। 

বুধবার জার্মান কাপের সেমিফাইনালে ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছিল বেভারিয়ান্সরা। লীগ শিরোপা জয়ে ঐ ব্যর্থতা অনেকটাই কাটিয়ে উঠবে জার্মান জায়ান্টরা। জার্মান কাপে পরাজয়ে ফলে অভিষেকে পেপ গার্দিওলারা ডাবল শিরোপা জয়ের কৃতিত্বকে স্পর্শ করতে পারেননি আনচেলত্তি। এছাড়া চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালেও রিয়াল মাদ্রিদের কাছে হতাশাজনক পরাজয়ে বিদায় নিতে হয়েছে বায়ার্নকে। 

থমাস মুলারের ফাউল থেকে আদায় করা ফ্রি-কিকে ডেভিড আলবা তার ট্রেডমার্ক ফ্রি-কিকে ১৯ মিনিটেই সফরকারীদের এগিয়ে দিয়েছিলেন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করার পরে বিরতির ঠিক আগ মুহূর্তে কোমানের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন লিওয়ানোদোস্কি। ৬৬ মিনিটে আরো একটি গোল করেন আরিয়েন রবেন। ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বায়ার্নের সাবেক মিডফিল্ডার লুইস গুস্তাভো মাঠ ত্যাগ করলে ১০জনের দলে পরিণত হয় উল্ফসবার্গ। এই সুযোগে লিওয়ানোদোস্কি পাস থেকে প্রথমে ৮০ মিনিটে মুলার ও পাঁচ মিনিট পরে জোসুয়া কিমিচ গোল করলে বায়ার্নের বড় জয় নিশ্চিত হয়।

বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর