৩০ এপ্রিল, ২০১৭ ২২:২৬

ওয়ার্নার ঝড়ে রানের পাহাড় গড়েছে সানরাইজার্স

অনলাইন ডেস্ক

ওয়ার্নার ঝড়ে রানের পাহাড় গড়েছে সানরাইজার্স

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে বিশাল রানের পাহাড় গড়েছে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতাকে ২১০ রানের বিশাল টার্গেট দিয়েছে তারা। যেখানে একাই ১২৬ রান করেছেন ডেভিড ওয়ার্নার। মাত্র ৫৯ বলে ওয়ার্নার এ রান সংগ্রহ করেন। 

এছাড়া কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানের ওপর ভর করে গৌতম গম্ভীরদের সামনে ২১০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার জন্য ওয়ার্নারকে আমন্ত্রণ জানান গৌতম গম্ভীর। ব্যাট করতে নেমে রীতিমত টর্নেডো বইয়ে দিতে শুরু করেন ডেভিড ওয়ার্নার। ২০ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ৪৩ বলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৯ বল খেলে করেন ১২৬ রান। ১০টি বাউন্ডারির সঙ্গে মারেন ৮টি ছক্কার মার।

শিখর ধাওয়ানকে নিয়ে গড়েছিলেন ১৩৯ রানের জুটি। ৩০ বলে ২৯ রান করে এ সময় আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় আউট হন ওয়ার্নার। ইনিংসের শেষ বলে আউট হন উইলিয়ামসন। ৫টি বাউন্ডারির সাহায্যে উইলিয়ামসন করেন ২৫ বলে ৪০ রান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

বিডি প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর