Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ মে, ২০১৭ ২০:৫২ অনলাইন ভার্সন
নিজের বায়োপিক নিয়ে গল্প করতে মোদির দরবারে শচীন‌
অনলাইন ডেস্ক
নিজের বায়োপিক নিয়ে গল্প করতে মোদির দরবারে শচীন‌
সংগৃহীত ছবি

ভারতের রাজ্যসভার সাংসদ হয়েছেন অনেক দিন হল। কিন্তু সংসদমুখী হননি শচীন। যদিও তিনি একা নন, সেই তালিকায় রূপালি পর্দার ঝলমলে নায়িকা রেখাও রয়েছেন। আপাতত নিজের বায়োপিক নিয়ে ভয়ঙ্কর আবেগপ্রবণ শচীন। এতটাই যে, বায়োপিক নিয়ে গল্প করতে সটান হাজির হয়ে গেলেন প্রধানমন্ত্রীর দরবারে। শচীন খুশি, খুশি মোদিও। তাই নিয়ে চলল তাদের টুইট-পাল্টা টুইট।

 সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকর তার আসন্ন প্রথম ছবি ‘‌শচীন:‌ আ বিলিয়ন ড্রিমস’‌–এর প্রচারে সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি তিনি তার টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবি টুইট করেছেন।
 
শচীন তার টুইটে লিখেছেন, ‘‌শচীন:‌ আ বিলিয়ন ড্রিমস’‌ নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানালাম এবং ছবির সাফল্যের জন্য তার আর্শীবাদ চাইলাম।’‌ 

শচীনের এই টুইটের উত্তরে নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘‌সস্ত্রীক শচীনের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। এই ছবির মাধ্যমে শচীনের জীবনধারা ও তাঁর খেলার প্রতি নিষ্ঠা দেখে ১২০ কোটি ভারতীয় অনুপ্রেরণা পাবে।’‌ 

রবিবারই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের কাছে শচীন টেন্ডুলকারের উদাহরণ দিয়েছিলেন। ক্রিকেট কিংবদন্তী প্রধানমন্ত্রীকে সে বিষয়ে ধন্যবাদ জানিয়ে টুইটে বলেন, ‘‌পড়ুয়া হোক বা খেলোয়াড়, প্রস্তুতি হল সাফল্যের চাবিকাঠি। নিজের লক্ষ্যে স্থির থাকাই হল আসল চ্যালেঞ্জ।’‌ 
মোদি টুইট করে উত্তর দেন, ‘‌শচীনের জীবনকে দেখো। নিজেই নিজের কাছে চ্যালেঞ্জ করে তিনি নিজের রের্কড ভেঙেছেন।এটা সত্যি আমাদের অনুপ্রেরিত করে।’‌ 

 

বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow