২২ মে, ২০১৭ ১৬:১৪

ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হলেন ফের এক ভারতীয়

অনলাইন ডেস্ক

ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হলেন ফের এক ভারতীয়

সংগৃহীত ছবি

আইপিএল আর লা-লিগার চূড়ান্ত উত্তেজনার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় অনন্য নজির গড়লেন। গ্রেট কালির পর মহারাজা জিন্দার মহল ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হলেন। ব্যাকল্যাশে র‍্যান্ডি ওর্টনকে ধরাশায়ী করে স্বপ্নের বেল্ট নিজের করে নিলেন ইন্দো-কানাডিয়ান জিন্দার।

কানাডায় জন্ম নেওয়া জিন্দারের আসল নাম যুবরাজ সিং ‘রাজ’ ধেসি। রিংয়ে তাকে জিন্দার মহল, রাজ ধেসি, রাজ সিং ও টাইগার রাজ সিং নামেই ডাকা হয়। যদিও জিন্দারের ভারতীয় হওয়া নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আদতে একজন পাঞ্জাবী।

ভারতের হয়ে ডব্লিউডব্লিউই-তে একমাত্র উজ্জ্বল নক্ষত্র দ্যা গ্রেট কালি। তারপরেই এই নজির গড়লেন জিন্দার। কালি চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৭ সালে। ডব্লিউডব্লিউই-র সিইও ভিন্সে ম্যাকমোহন চাইছেন রেসলিংয়ের দুনিয়ায় ভারতীয় দর্শকদের টানতে। কালি অবসর নেওয়ার পর দ্বিতীয় একজনকেই খুঁজছিলেন তিনি। অবশেষে জিন্দারের দেখা পেলেন তিনি।

 

বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর