২৩ মে, ২০১৭ ১৯:১৭

কিউই বধে মাশরাফিদের ঘাম ঝরানো অনুশীলন

অনলাইন ডেস্ক

কিউই বধে মাশরাফিদের ঘাম ঝরানো অনুশীলন

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের শিরোপা এরই মধ্যে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সিরিজ বিবেচনায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচটি জিততে মরিয়া টিম বাংলাদেশ।

একই সঙ্গে র‌্যাঙ্কিং বিবেচনায়ও ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জিতলেই থাকছে র‍্যাংকিংয়ে ছয়ে উঠার সুযোগ। এছাড়া কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জেতার হাতছানিতো থাকছেই! সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে অনুশীলনেও বেশ মনোযোগী মাশরাফি বিন মুর্তজার দল।

চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড পা রেখেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হারের স্বাদ পেলেও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। বুধবার সিরিজের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচটি জিতলে বিশ্বকাপে সরাসরি যাওয়ার সম্ভাবনা থাকছে। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হারলে ৮৩ পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে আটে নেমে যেতে পারতো বাংলাদেশ। তবে এখন আর সেই শঙ্কা নেই। বাংলাদেশ এখন ৯১ পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে সাতে আছে। ক্লনটার্ফে নিউজিল্যান্ডকে হারালে ৯৩ পয়েন্ট জমা পড়বে মাশরাফি-সাকিবদের ঝুলিতে। ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টেও ৯৩! কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাতে নেমে যাবে লঙ্কানরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হেরে গেলে খুব একটা ক্ষতি নেই। তখনও ৯০ পয়েন্ট নিয়ে সাতেই থাকতে হবে মাশরাফিদের। যদিও আটে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান থাকবে মাত্র দুই পয়েন্টের।

ডাবলিনের ক্লনটার্ফে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ ও নিউজিল্যান্ড একই গ্রুপে রয়েছে। ফলে টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার আগে পোশাকী মহড়াও হয়ে যেতে পারে এদিন।


বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর