শিরোনাম
২৪ মে, ২০১৭ ০৮:৪৩

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কায় আইসিসি

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কায় আইসিসি

সোমবার রাতে কেঁপে উঠেছিল ব্রিটেন। ম্যানচেস্টার এরিনা স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন মারা যায়। পপ গায়িকা আরিয়ানা গ্রাঁদের অনুষ্ঠান চলছিল এখানে। অনুষ্ঠান শেষের কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়ামের প্রবেশ দ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় রীতিমতো স্তম্ভিত ক্রীড়া বিশ্বও। উদ্বিগ্ন আইসিসিও।

আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাচগুলি হবে এজবাস্টন, ক্যাডিফ ও দ্য ওভালে। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে নেমে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি আস্বস্ত করেছে যে, তাদের কাছে টুর্নামেন্টের নিরাপত্তাই সবার আগে। 

এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতি মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছি। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।  

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই ইংল্যান্ডে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। আগামী ২৪ জুন থেকে বিশ্বকাপ হবে ২৩ জুলাই পর্যন্ত। 

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর