২৪ মে, ২০১৭ ০৯:৫০

রাজধানীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তা পরিচয়দানকারী রাজীব শরীফ (২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবককে সোমবার গ্রেফতার করা হয়। তিনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করতেন। 

মঙ্গলবার র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজীব নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর পরিচয় দিত। নিজেকে কখনো সেনাবাহিনীর সদস্য, কখনো পুলিশের এসআই, কখনো র‌্যাব-৩ এর ইন্টেলিজেন্সের ইনচার্জ বলে পরিচয় দিত। এসব পরিচয়ে রাজীব বিভিন্ন বৈধ-অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করত। 

প্রতারক রাজীব শরীফ অপরাধ করার সময় নিজেকে র‌্যাব-৩ এর অধিনায়কের কাছের লোক ও গোপালগঞ্জে বাড়ি বলেও পরিচয় দিত। তার মোবাইলের ওয়ালপেপারে র‌্যাবের ছবি রাখত ও চাঁদাবাজির সময় মোবাইল বের করে র‌্যাবের ছবি দেখাত।

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর