২৪ মে, ২০১৭ ১৩:০৪

আমির নিজের সেরা ফর্মে ফিরছেন : মাহমুদ

অনলাইন ডেস্ক

আমির নিজের সেরা ফর্মে ফিরছেন : মাহমুদ

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল টেস্ট ও ওয়ানডে সিরিজের পর পেসার মোহাম্মদ আমির নিজের সেরা ফর্মে ফিরছেন বলে মনে করছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ।

২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ ফিক্সিং করে দোষী প্রমাণিত হওয়ার পর নিষিদ্ধাদেশ কাটিয়ে পুনরায় খেলায় ফেরা বাঁ-হাতি পেসার ২৫ বছর বয়সী আমির ক্যারিবীয় সফরে মন্থর পিচে তিন টেস্টে সিরিজে মোট ১৩ উইকেট শিকার করেন।

একই সফরে ওভার প্রতি মাত্র পাঁচ এর কম রান দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি শিকার করেছেন ৫ উইকেট।

মাহমুদ বলেন, নিষিদ্ধাদেশ কাটিয়ে পুনরায় খেলার অনুমতি পাওয়ার পরপরই নিজের সেরা ছন্দে ফেরাটা আমিরের জন্য কঠিন ছিল। 

এছাড়া এর আগের নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের চেয়ে ক্যারিবীয় সফরে আমিরের অনেক উন্নতি ঘটেছে বলেও মনে করছেন সাবেক এ পেসার।

পাকিস্তানি ক্রিকেট ওয়েবসাইট পাকপ্যাসন ডট নেটের সঙ্গে আলাপকালে মাহমুদ বলেন, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিযা সফরেও সে ভালো বোলিং করেছে। তবে ওই দুই সিরিজেই সে অনেক বেশি শর্ট বল করেছে। এমন লেন্থে বোলিং করায় বল উইকেটরক্ষকের হাতে চলে গেছে। তবে এমন বোলিং করে খুব বেশি উইকেট পাওয়া যায় না।’

‘তবে এরপর অস্ট্রেরিয়ায় ওয়ানডে সিরিজে সে অনেক বেশি ভাল লেন্থে বোলিং করেছে।’

মাহমুদ আরও বলেন, ‘জনগণ ভুলে যায় যে, পাঁচ বছর পর সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, যা মোটেই সহজ নয়। একজন ফাস্ট বোলারের সব সময়ই কিছু সমস্যা ও ছোট খাটো ইনজুরি থাকে। তবে আমিরের ফিটনেস নিয়ে বড় কোনো সমস্যা আছে বলে আমি মনে করিনা। সে নিজের সেরা ফর্মে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সেটা দেখা গেছে।’

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর