২৪ মে, ২০১৭ ১৬:০৯

নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের প্রথম আঘাত!

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের প্রথম আঘাত!

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ক্লনটার্ফে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে মাশরাফিবাহিনী। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে শুরুতেই কিউই শিবিরে আঘাত হেনেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের ওপেনার লুক রঞ্চিকে মাত্র দুই রানে সাজঘরে ফেরান তিনি।

সিরিজের শিরোপা আগেই নিউজিল্যান্ড জিতে নেওয়ায় বুধবারের এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। টসে জয়লাভ করেছেন টাইগার নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক মাশরাফি। একাদশে ফিরেছেন নাসির হোসেন।  

তিন ম্যাচে তিন জয়ে ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে তালিকার শীর্ষে থেকে শিরোপা জিতে নিয়েছে লাথামরা। তালিকায় তিন ম্যাচে এক জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় নম্বরে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছিল।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর