২৫ মে, ২০১৭ ১২:৪১

একগুচ্ছ নতুন অস্ত্র ঝুলিতে নিয়ে মাঠে নামবেন অশ্বিন

অনলাইন ডেস্ক

একগুচ্ছ নতুন অস্ত্র ঝুলিতে নিয়ে মাঠে নামবেন অশ্বিন

ফাইল ছবি

প্রায় দু’‌মাসের বিশ্রাম শেষে এবার ‘‌মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি’‌। ঘরের মাঠে টানা ১৩ ম্যাচের টেস্ট সিরিজের পর আইপিএল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। সেটাও এই চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্ব মাথায় রেখেই। খেতাব ধরে রাখার লড়াইয়ে একগুচ্ছ নতুন অস্ত্র ঝুলিতে নিয়ে তিনি মাঠে নামবেন বলেই জানিয়েছেন এই অফস্পিনার। 

বলেন, ‘‌আশা করি এই টুর্নামেন্টে নতুন কিছু দেখাতে পারব। আমি তৈরি। কতটা ভালভাবে এগোতে পারব, দুটো প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। নিজের বৈচিত্রগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি কি না, সেটা দেখে নেওয়া যাবে। দলের জন্য নতুন কিছু নিয়েই নামতে চাই।’‌

একদিনের ক্রিকেটে নতুন নিয়ম। ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার। দুই প্রান্ত থেকে দুই নতুন বল। নতুন নিয়মে বোলারদেরও চিন্তা বেড়েছে বলেই মত অশ্বিনের। তাঁর কথায়, ‘‌একদিনের ক্রিকেটে আইসিসি নতুন নিয়ম চালু করায়, বোলারদেরও নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। ফলে মানসিকতায়ও বদল আনতে হচ্ছে। কারণ সেক্ষেত্রে দলের চাহিদাও বদলাচ্ছে।’‌ 

ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত বলেই মত অশ্বিনের। বলেন, ‘‌যে–‌কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। সেভাবেই নিজেকে তৈরি করি। সাধারণত ব্যাটিং উইকেটের সামনে পড়তে হবে, সেটা ধরেই সীমিত ওভারের ক্রিকেটের প্রস্তুতি নিই। আর চাপ সামলানোর ক্ষেত্রে এক একটা ম্যাচ ধরে এগোনো উচিত।’‌

লম্বা বিশ্রামের পর ফের মাঠে নামার চ্যালেঞ্জ। অতীত ভুলে নতুন করে শুরু করতে চাইছেন এই অফস্পিনার। বলেন, ‘কীভাবে নিজের সেরাটা উজাড় করে দিতে পেরেছি, ‌উইকেটের সংখ্যা তার উদাহরণ। সব সময় এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’‌ 

আইপিএলে মাঠে নামতে না পারলেও, এই টুর্নামেন্ট শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেও প্রতিভা তুলে আনতে সাহায্য করে বলেই মত তাঁর। অশ্বিনের কথায়, ‘‌আইপিএল থেকে শুধু ভারতীয় ক্রিকেট উপকৃত হয়েছে এমনটা নয়। অন্যান্য দেশ থেকেও যেভাবে প্রতিভা উঠে আসছে সেটা থেকেই বোঝা যায়, তারাও সমানভাবে উপকৃত।’‌‌‌‌ 

সিয়্যাটের পক্ষ থেকে এবারের বর্ষসেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে অশ্বিনকে। আপ্লুত এই অলরাউন্ডারের কথায়, ‘‌গতবার সেরা বোলারের পুরস্কার পেয়েছিলাম। বর্ষসেরাদের তালিকায় কিংবদন্তিদের সঙ্গে নাম তুলতে পারাটা গর্বের।’‌ প্রতিভাবান তরুণ ক্রিকেটার শুভম গিল। সিয়্যাটের পক্ষ থেকে রোহিত, রায়না, রাহানে ও ইশান কৃষাণের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।‌

সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/২৫মে ২০১৭/ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর