২৫ মে, ২০১৭ ২০:৪৭

হেরেও আত্মবিশ্বাসী কিউইরা

অনলাইন ডেস্ক

হেরেও আত্মবিশ্বাসী কিউইরা

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ হেতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাঁচ উইকেটের হারই যেন অসম্পূর্নতার একটা কারণ হয়ে থাকলো কিউইদের জন্য। কিন্তু তাতে কি! আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই টিম নিউজিল্যান্ড শিবিরে। চার ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেওয়ার আগে এই সিরিজকে ‘পরীক্ষামূলক’ বললেন ব্ল্যাক ক্যাপ কোচ মাইক হেসন।

এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি উল্লেখ করে হেসন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আমরা সবাই আত্মবিশ্বাসী। প্রত্যেকে নিজেদের কাজটা করে যাচ্ছে। আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভাল কিছু হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে আলাদা একটা দল। আমরা সিরিজ জুড়ে অনেক ক্রিকেটারকে কাজে লাগিয়েছি, তাদের উন্নতির চেষ্টা করেছি। তারা সবসময় দলে সুযোগ পায় না। এই সিরিজে তারা ভালো কিছু করে দেখিয়েছে।’

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজে খেলা নিউজিল্যান্ডের মোট ছয়জন ক্রিকেটার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন।

সূত্র: স্টাফ স্পোর্টস


বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর