২৬ মে, ২০১৭ ০৩:৩০

নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই : বিরাট

অনলাইন ডেস্ক

নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই : বিরাট

ফাইল ছবি

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এর মধ্যেই ম্যানচেস্টারে হামলার ঘটনা সব দেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহলি এসব নিয়ে ভাবতে নারাজ। তার মতে, ক্রিকেটারদের কাছে নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই। তারা এখন ক্রিকেটেই মনসংযোগ করতে চান।

বৃহস্পতিবারই ইংল্যান্ডে পৌঁছেছে ভারতীয় দল। আর এদিন সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বলেন, ‘আমাদের এখন নিরাপত্তার বিষয় নিয়ে ভাবার সময় নেই। আমরা এখানে টুর্নামেন্টে অংশ নিতেই এসেছি।’ 

তার মতে, ইংল্যান্ডের পরিবেশ আগের মতোই রয়েছে। ম্যানচেস্টার হামলার প্রভাব কোথাও তার নজরে পড়েনি। তিনি বলেন, ‘রাস্তায় এমন কোনও কিছুই আমাদের চোখে পড়েনি, যা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবাতে পারে। আগেও যেমন দেখেছি, এখনও তেমনই রয়েছে। তাই এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট।’ 

এদিন ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ করা নিয়েও মুখ খোলেন তিনি। বিরাট বলেন, ‘ভারতীয় দলের কোচ নিয়োগ নির্দিষ্ট পদ্ধতি মেনেই হচ্ছে, আমি তাতে কোনও পার্থক্য দেখতে পাচ্ছি না।’

প্রসঙ্গত চ্যাম্পিয়নস ট্রফির পরেই কোচ হিসেবে অনিল কুম্বলের মেয়াদ শেষ হচ্ছে। তাই ইতিমধ্যে বোর্ড যারা ভারতীয় দলের কোচ হতে ইচ্ছুক, তাদের আবেদেন পত্র জমা দিতে বলেছে। কোচ নিযুক্ত করার প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থার কথা জানিয়েছে বিসিসিআই।’

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর