২৬ মে, ২০১৭ ১১:৪৮

মুক্তি পেল 'শচীন : আ বিলিয়ন ড্রিমস'

অনলাইন ডেস্ক

মুক্তি পেল 'শচীন : আ বিলিয়ন ড্রিমস'

অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ শুক্রবার মুক্তি পেয়েছে 'শচীন : আ বিলিয়ন ডিমস' ছবিটি। শচীন টেন্ডুলকারই প্রথম ভারতীয় খেলোয়াড় যার ওপর নির্মাণ করা হয়েছে জীবনীভিত্তিক সিনেমা। 

এর আগে বক্সিং জগতের কিংবদন্তী মোহাম্মদ আলী, ব্রাজিলের রেসিং ড্রাইভার আয়ারটন সেনা, আমেরিকার সাবেক বডিবিল্ডার, অভিনেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী আর্নোল্ড শোয়ার্জনেগার ও বিখ্যাত বাস্কেটবল তারকা ও ব্যবসায়ী মাইকেল জর্ডানের ওপর জীবনীভিত্তিক সিনেমা নির্মাণ করা হয়েছিল। 

ভক্তরা শচীনকে সবসময় উজ্জ্বল নক্ষত্র হিসেবে তাদের মনের মনিকোঠায় স্থান দিয়েছেন। কিন্তু নির্মাতা ব্যক্তি শচীনকে আর ১০ সাধারণ মানুষের কাতারে এনেই বিচার করছেন। নিভৃতচারী এ ক্রিকেটারের সুখ-দুঃখ, উথান-পতন, সংগ্রামের বিষয়টি ফুটিয়ে তুলেছেন নির্মাতা। 

'শচীন : অ্যা বিলিয়ন ডিমস' ছবিতে জীবন্ত কিংবদন্তী শচীনকে নিয়ে কথা বলেছেন তার পরিবার, মা, ভাই, স্ত্রী, সতীর্থরা। শচীনের জীবনের গভীরতর বিষয়গুলো ঠাঁই পেয়েছে ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা জেমস এর্সকিন। হিন্দি ভাষায় নির্মিত এ ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন এ আর রহমান। 

 

(হিন্দুস্থান টাইমস অবলম্বনে)

 

বিডি প্রতিদিন/২৬ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর