২৬ মে, ২০১৭ ২১:০১

ওয়ানডে ফর্ম্যাটেও ট্রিপল সেঞ্চুরি পাকিস্তানি ক্রিকেটারের

অনলাইন ডেস্ক

ওয়ানডে ফর্ম্যাটেও ট্রিপল সেঞ্চুরি পাকিস্তানি ক্রিকেটারের

বিলাল ইরশাদ

কিছুদিন আগে দিল্লির মোহিত আলাওয়াত বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এবার ওয়ানডে ফর্ম্যাটেও তিনশত রান করে ফেললেন এক পাকিস্তানি ক্রিকেটার৷। বাইশ গজে এই নজির গড়ে নতুন ইতিহাস লিখলেন পাকিস্তানের বিলাল ইরশাদ। পিসিবি-র পক্ষ থেকে টুইট করে বিলালকে শুভেচ্ছা জানানো হয়েছে।

২৬ বছরের বিলালের ট্রিপল সেঞ্চুরি এসেছে যদিও ক্লাব ক্রিকেটে। ১৭৫ বলে ৩২০ রানের ইনিংস খেলেই বিশ্বরেকর্ড করেছেন তিনি। ফজল মাহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শাহিদ আলম বাক্স ক্রিকেট ক্লাবের হয়ে আল রহমান সিসি-র বিরুদ্ধে এই রেকর্ড করেছেন বিলাল। ন’টি ছয় ও ৪২টি চারে নিজের ইনিংস সাজান বিলাল। 

জাকির হুসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ৩৬৪ রান তোলেন তিনি। এদিন প্রথমে ব্যাট করে বিলালের দল ৫০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৫৫৬ তোলে। তারা ম্যাচ জিতে নেন ৪১১ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের আলি ব্রাউনের। ২৬৮ করেছিলেন তিনি। সারের বিরুদ্ধে গ্ল্যামারগনের জার্সিতে এই নজির গড়েন তিনি। এখনও পর্যন্ত ২১ জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০-র বেশি রান করেছেন।

 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর