২৭ মে, ২০১৭ ১৩:১৩

ফাইনাল না খেলেও চ্যাম্পিয়ন কেকেআর!

অনলাইন ডেস্ক

ফাইনাল না খেলেও চ্যাম্পিয়ন কেকেআর!

আইপিএলে দুইবার শিরোপা ঘরে তুলেছে কলকাতা/ফাইল ছবি

আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি। অথচ তারাই কিনা চ্যাম্পিয়ন! শিরোনাম দেখে অবাক লাগলেও একদিক থেকে সেটা ঠিক। সমীক্ষায় দেখা গেছে, দশম আইপিএলে সোশ্যাল মিডিয়ায় সব থেকে আলোচিত দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। খবর এবেলার।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় নতুন রেকর্ড করল সদ্য সমাপ্ত দশম আইপিএল। ম্যাক্সাস মেস-এর  সমীক্ষায় দেখা গেছে, ২০১৬ সালের নবম আইপিএল-এর থেকে এবারের আইপিএল-এ সোশ্যাল মিডিয়া প্রায় দ্বিগুণ ব্যস্ত থেকেছে। দশম আইপিএল-এর সময় প্রায় ১২০ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন। শুধু আইপিএল নিয়ে কথোপকথনই হয়েছে ৫০০ মিলিয়ন।

এর মধ্যে ফাইনাল ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়া এবারের আইপিএল-এ সব থেকে ব্যস্ত ছিল।ফাইনালের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পুণে সুপারজায়ান্ট ম্যাচ নিয়েই প্রায় পাঁচ লক্ষ মতামত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুম্বাই তৃতীয়বার আইপিএল জিতলেও কেকেআরকে নিয়ে মানুষের উৎসাহ সব চেয়ে বেশি ছিল। এই নিরিখে বিচার করলে হেরে গিয়েও কেকেআর কিন্তু ‘চ্যাম্পিয়্ন’।


বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর