২৭ মে, ২০১৭ ১৬:৩০

শুরুতেই সৌম্যের বিদায়

অনলাইন ডেস্ক

শুরুতেই সৌম্যের বিদায়

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচের টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ২২ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে ১২ ওভারে এক উইকেট হারিয়ে ৭১ রান করেছে টিম বাংলাদেশ। জুনায়েদ খানের বলে স্লিপে বাবর আজমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। তামিম ইকবাল ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। আর ইমরুল কায়েস করেছেন ১৪ রান।

এর আগে এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বর দল হিসেবে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান বর্তমানে অষ্ঠম স্থানে রয়েছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল : আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর