২৭ মে, ২০১৭ ১৭:৩৩

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইল ছবি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করে নিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ।

এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে সৌম্য সরকার জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে তালুবন্দী হলে দলীয় ২৭ রানের প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর আক্রমণাত্মকভাবে খেলে চলেছেন তামিম এবং ইমরুল কায়েস। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ২ চয় এবং ৯ রানের সাহায্যে ৭৪ বলে করেছেন ৭৯ রান। অন্যদিকে ইমরুলও খেলছেন দুর্দান্ত। ইমরুল ৮ চারের সাহায্যে ৬১ বলে ৬১ রান করেছেন।

২৬.৩ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ১৬৯ রান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে ৬৬.৩৩ গড়ে ১৯৯ রান করা বাঁহাতি ওপেনার যে ছন্দটা চ্যাম্পিয়নস ট্রফিতেও টেনে আনতে দৃঢ় প্রতিজ্ঞ, এই ব্যাটিং সেটিই বলছে।

বিডি প্রতিদিন/২৭ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর