২৭ মে, ২০১৭ ২১:২৫

নিজের বায়োপিক ভাল লাগেনি শচীনের!

অনলাইন ডেস্ক

নিজের বায়োপিক ভাল লাগেনি শচীনের!

ফাইল ছবি

ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বায়োপিক‌ ‘‌শচীন:‌ আ বিলিয়ান ড্রিমস’‌ দেখে বাকিদের কেমন লাগছে, সেটা তো পরের কথা। খোদ শচীনেরই ভাল লাগেনি তার নিজের বায়োপিক।

মাস্টার ব্লাস্টার শচীনের তার নিজের বায়োপিক অপছন্দের পেছনে অন্য এক যুক্তি আছে। চব্বিশ বছর ধরে যখন ক্রিকেট খেলেছেন, একশো কোটির ওপর দেশবাসীর প্রত্যাশার চাপ সামলেছেন। সারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অনুরাগীদের প্রত্যাশার মান রাখার চেষ্টা করেছেন। কিন্তু তার জীবন নিয়ে যে বায়োপিক, তা ঘিরে প্রত্যাশার তেমন কোনও চাপ নেই। 

এই জায়গাতেই হোঁচট খাচ্ছেন শচীন। তিনি বলেছেন, ‘‌প্রত্যাশার চাপ আমার বড়ই প্রিয়। বলতে পারেন, এই চাপটা আমি উপভোগ করি। আমি হাঁটছি অথচ আশপাশের কারও আমাকে ঘিরে কোনও প্রত্যাশা নেই।‌ এই অনুভূতিটা অসম্ভব। এই প্রথম আমাকে লোকে দেখতে যাচ্ছে, অথচও কোনও প্রত্যাশা নেই!‌ আমি এটা একটুও উপভোগ করি না। পছন্দ করি না। আমি চাই, লোকে আমাকে ঘিরে প্রত্যাশা রাখুক।’ ‌‌‌

 


বিডি-প্রতিদিন/ ২৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর