শিরোনাম
২৮ মে, ২০১৭ ১২:২৮

লর্ডসের সেঞ্চুরি বোর্ডে কিংবদন্তিদের সঙ্গে রাহানে

অনলাইন ডেস্ক

লর্ডসের সেঞ্চুরি বোর্ডে কিংবদন্তিদের সঙ্গে রাহানে

সংগৃহীত ছবি

দুই বছর আগে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ ৩-১ জিতে নেয় কুক বাহিনী। সেবার ধোনিদের খালি হাতেই দেশে ফিরতে হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে ভারত জিতেছিল ৯৫ রানে। সেই ম্যাচে অজিংকা রাহানের ব্যাট থেকে এসেছিল অনবদ্য এক সেঞ্চুরি। সেঞ্চুরিটি রাহানের কাছে আলাদা, কারণ যে কোনও ক্রিকেটারের কাছেই লর্ডসে সেঞ্চুরির তৃপ্তি একটু আলাদাই হয়ে থাকে।

২০১৭ সালে ফের ইংল্যান্ডের মাটিতে ভারত। লর্ডস এসে নস্ট্যালজিক হয়ে পড়লেন রাহানে। বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলছেন, "লর্ডসে ফিরে বেশ লাগছে। এখানে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি রয়েছে। আমি সেঞ্চুরি পেয়েছিলাম। দল টেস্ট জিতেছিল। লর্ডসের সেঞ্চুরি বোর্ডে আমার নাম দেখতে পেরে দারুণ খুশি। রাহুল ভাই (দ্রাবিড়), দীলিপ বেঙ্গসরকারের মতো কিংবদন্তিদের সঙ্গেই আমার নাম রয়েছে এখানে। যতবারই লর্ডসে আসছি একটা পজিটিভ শক্তি পাই। এখানকার লম্বা ঘরগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবদন্তিদের ছবিগুলো দেখি দাঁড়িয়ে।"

 

বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর