২৮ মে, ২০১৭ ১৭:৪৩

পাকিস্তানের নতুন 'আফ্রিদি' ফাহিম

অনলাইন ডেস্ক

পাকিস্তানের নতুন 'আফ্রিদি' ফাহিম

বাংলাদেশের বিপক্ষে হারতে থাকা ম্যাচটা একাই বের করে এনে পাকিস্তান ক্রিকেটের নতুন আফ্রিদি বনে গেলেন ফাহিম আশরাফ। এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে বিস্ফোরণ ইনিংসটার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অভিষেক অনেকটাই নিশ্চিত বলা যায়। শনিবার বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে জয়ের পরে তাকে তো রীতিমতো নতুন আফ্রিদি বানিয়ে ফেলেছেন দেশটির ক্রিকেট অনুরাগীরা।

বছর তেইশের ফাহিম আশরাফ পেস বল করার পাশে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিও আছে। কিন্তু কতটা বিস্ফোরক তিনি হতে পারেন, তা শনিবার এজবাস্টনে বোঝা গেল। নয় নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের জয় তখন কল্পনা। শেষ ৮.৩ ওভারের দরকার ৯০ রান। কিন্তু মাত্র ৩০ বলে ৪ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৬৪ করে সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেন তিনি। প্রস্তুতি ম্যাচ হলেও ফাহিমের এই ইনিংস কিন্তু নজর কেড়েছে। পাক ক্রিকেটভক্তদের টুইটে তাঁর নতুন নামকরণ হয়েছে— বাঁ-হাতি আফ্রিদি। 


বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর