২৯ মে, ২০১৭ ১০:১৫

রোমাকে ধন্যবাদ জানিয়ে টট্টির বিদায়

অনলাইন ডেস্ক

রোমাকে ধন্যবাদ জানিয়ে টট্টির বিদায়

রোমার সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি। রোববার জেনোয়ার বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নামেন তিনি। রোমা এদিন ৩-২ গোলে জয় পেলেও বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে যান টট্টি।

ম্যাচ শেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দুর্ভাগ্যক্রমেই সময় চলে এসেছে। স্ত্রী এবং পরিবারকে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। রোমাকে ধন্যবাদ।’ টট্টি এসময় আরও বলেন, ‘হয়তো আমি কবিতা কিংবা গান লিখতে পারতাম কিন্তু আমি আমার পা দিয়েই নিজেকে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেছি।’

টট্টির বিদায় দেখতে এদিন স্ট্যাডিও অলিম্পিকো উপস্থিত হয়েছিলেন ৬০ হাজার সমর্থক। মোহাম্মদ সালাহর পরিবর্তে যখন টট্টিকে মাঠে নামানো হয় তখন গ্যালারির সকল ভক্ত-অনুরাগীরাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। তার সাথে চুক্তির মেয়াদ আর না বাড়ানোয় ইতালিয়ান ক্লাবটির হয়ে এটাই তার শেষ ম্যাচ। ৪০ বছর বয়সী টট্টি এবার রোমাতেই শুরু করবেন নতুন কোনো ভূমিকায়।

রোমার হয়ে ৭৮৬টি ম্যাচ খেলে ৩০৭ গোলের মালিক টট্টি ক্লাবের হয়ে জিতেছেন একটি করে সিরি’এ ও কোপা ইতালিয়া। 

সূত্র : মেইল অনলাইন

বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর