২৯ মে, ২০১৭ ১৮:৩২

নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে জিদানের মাদ্রিদ

অনলাইন ডেস্ক

নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে জিদানের মাদ্রিদ

জিনেদিন জিদান ও রিয়াল মাদ্রিদ ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শিরোপা জয়ের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালীয় জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে লড়াইয়ে জিতে আগামী শনিবার বিরল এই গৌরব অর্জন করতে হবে এই স্প্যানিশ জায়ান্টদের।

প্রথমবারের মত সিনিয়র দলের কোচের দায়িত্ব গ্রহণের ১৮ মাসের মধ্যে জিনেদিন জিদান হতে যাচ্ছেন ২০তম কোচ, যিনি হবেন দুই বার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের গৌরবে গৌরবান্নিত। সেই সঙ্গে ১২বারের মত এই শিরোপাটি জয় করতে পারলে রিয়াল নিজেদেরকে ইউরো ক্লাব আসরের অঘোষিত শাসকের আসনে অধিষ্ঠিত করতে পারবে। যা হবে তাদের জন্য চার মৌসুমের মধ্যে তৃতীয় শিরোপা। ১৯৯২ সালে ইউরোপীয় কাপ টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন্স লীগে পরিণত হবার পর থেকে এখনো পর্যন্ত ইউরোপের কোন ক্লাব আগের মৌসুমে জয় করা শিরোপা অক্ষুন্ন রাখতে পারেনি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর