২২ জুন, ২০১৭ ১৭:১৩

দেউলিয়া ঘোষিত হলেন সেই টেনিস তারকা বরিস বেকার

অনলাইন ডেস্ক

দেউলিয়া ঘোষিত হলেন সেই টেনিস তারকা বরিস বেকার

ফাইল ছবি

তিনবারের শিরোপা জয়ী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের এক আদালত। যদিও আদালতের এই শুনানিতে তিনি উপস্থিত ছিলেন না।

বেসরকারি ঋণদাতা সংস্থা আরবাথনট ল্যাথাম অ্যান্ড কোং থেকে ২০১৫ সালে ঋণ নিয়েছিলেন বেকার। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। বুধবার লন্ডনে আদালতের কাছে বরিস বেকারের আইনজীবী আরো ২৮ দিন সময় চেয়েছিলেন।
কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে, বরিস বেকার এই ঋণ শোধ করতে পারবে বলে তারা মনে করছে না। বেকারের ঋণের যে বোঝা তা অকল্পনীয়, ফলে তাকে দেউলিয়া ঘোষণা করলো আদালত।

উল্লেখ্য, বরিস বেকার উইম্বলডন শিরোপা জিতেছেন ১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন ১৯৯১ ও ১৯৯৬ সালে। ১৯৮৯ সালে তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপও জিতেন। ১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানির ডেভিস কাপ জয়ের পেছনেও ছিল বরিস বেকারের ভূমিকা।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর