২২ জুন, ২০১৭ ২২:০৭

টেস্ট খেলার স্বীকৃতি পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

টেস্ট খেলার স্বীকৃতি পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

সংগৃহীত ছবি

এবার টেস্ট খেলতে দেখা যাবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকেও। বৃহস্পতিবার লন্ডন বোর্ড মিটিংয়ে এই দুই দেশকে টেস্টের স্বীকৃতি দিল আইসিসি।

সর্বসম্মতিক্রমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য দেশ হিসেবে ঘোষণা করা হয়। 

আইসিসির বার্ষিক সাধারণ সভায় ১১ ও ১২ নম্বর পূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি পায় যথাক্রমে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর অর্থ এবার থেকে টেস্টের মর্যাদা পেল এই দুই দেশ। ২০০০-এ শেষ টেস্ট দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ।   

২০০৫-এ আইসিসি ট্রফি টুর্নামেন্টে রানার্স হয়ে ওয়ানডে স্ট্যাটাস পায় আয়ারল্যান্ড। দুই বছর পর ক্যারিবিয়ান বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নজর কাড়েন আইরিশ ক্রিকেটাররা। চার বছর পর ২০১১ বিশ্বকাপেও জায়গা করে নেয়। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যোগ্যতার প্রতি সুবিচার করে আয়ারল্যান্ড।

আফগানিস্তান প্রথম ওয়ানডে স্বীকৃতি পায় ২০০৯ সালে। গত বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ড্র করে নজর কাড়েন আফগান ক্রিকেটাররা।

বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর