২৩ জুন, ২০১৭ ০৪:২১

কুম্বলে প্রসঙ্গে মৌনতা ভাঙলেন বিরাট কোহলি

অনলাইন ডেস্ক

কুম্বলে প্রসঙ্গে মৌনতা ভাঙলেন বিরাট কোহলি

ফাইল ছবি

শেষ পর্যন্ত মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই পদত্যাগ করেন ভারতের কোচ অনিল কুম্বলে। তিনি এক চিঠিতে সরাসরি জানিয়ে দিন, তাকে কোচ হিসেবে চাইছেন না বিরাট। এরপর সব আঙুল ঘুরে যায় বিরাটের দিকেই। 

এতদিন মুখ না খোলায় পুরো বিষয়টিই ছিল এক তরফা। কিন্তু বৃহস্পতিবার কুম্বলে প্রসঙ্গে মৌনতা ভাঙলেন ভারত অধিনায়ক। বিরাট বলেন, ‘‘অনিল তার মতামত জানিয়েছেন সঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। তার সিদ্ধান্তে আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। যেটা টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটেছে।’’

ত্রিনিদাদ ও টোবাগোয় সাংবাদিক সম্মেলনে খেলা থেকে বেশি প্রশ্ন ছিল তার আর কুম্বলের সম্পর্ক ও কুম্বলের পদত্যাগ নিয়ে। এখানে ঘুরিয়ে কুম্বলেকেই একহাত নিয়েছেন বিরাট। তিনি বলেন, ‘‘একটা বিষয় খুব পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ১১টি প্রেস কনফারেন্স করেছি। গত ৩-৪ বছর ধরে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, ড্রেসিংরুমে যা ঘটে তা আমরা নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করি। পুরো দল এটাই বিশ্বাস করে।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ড্রেসিংরুমের ভিতরের শৃঙ্খলা বজায় রাখা। যা যা হচ্ছে সেগুলো খুবই ব্যক্তিগত।’’
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর