২৪ জুন, ২০১৭ ১২:৪১

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে!

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে!

দুর্দান্ত এক সময় পার করছে পাকিস্তান ক্রিকেট টিম। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দাপটের সাথে হারানোর পর এবার আরো একটি সুখবর এলো সরফরাজবাহিনীর জন্য। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে কাঙ্ক্ষিত 'বিশ্ব একাদশ' সফর করতে পারে দেশটিতে।

পাকিস্তান সুপার লিগের (পিসিবি) ফাইনাল ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার পরপরই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার দাবিটা জোরেশোরে তুলে ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তারই ধারাবাহিকতায় লন্ডনে চলমান বৈঠকে পাকিস্তানকে সমর্থন দিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। 

এ ব্যাপারে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। বৈঠকের শেষ দিন (শনিবার) পাকিস্তান একাদশের বিপক্ষে একটি বিশ্ব একাদশ গঠনের ব্যাপারে কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের দেওয়া প্রস্তাবে আইসিসির পক্ষ থেকে 'রাজি ও সমর্থনযোগ্য' বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সর্বশেষ সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। 

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর