২৪ জুন, ২০১৭ ১৭:১৬

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চটেছেন ওয়াটসন

অনলাইন ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চটেছেন ওয়াটসন

ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি সংক্রান্ত বিষয়ে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের সংঘাতে ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়ে পড়লেন সাবেক তারকা অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

গত কয়েক সপ্তাহ ধরেই অস্ট্রেলীয় ক্রিকেটে এই বিতর্কের আঁচ উত্তরোত্তর আরও তেতে উঠেছে। এতটাই যে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগ থেকেই স্মিথবাহিনীর ছিটকে যাওয়াটাও সেভাবে সমালোচিত হয়নি। ক্রিকেট বোর্ডের তরফ থেকে ৩০ জুনের সময়সীমা ধার্য করা হয়েছে। এরমধ্যে নতুন চুক্তিপত্রে সই করতে সম্মত না হলে ক্রিকেটারদের চাকরিহীন বলে ঘোষণা করবে বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই হুমকিতেই বিস্তর চটেছেন ওয়াটসন। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করে স্মিথদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘‌আমি তো বুঝতেই পারছি না ক্রিকেটারদের দাবিটা বোর্ডের কাছে অন্যায্য ঠেকছে কেন!‌ ওরা তো গত ১৯ বছর ধরে যে টাকা পেয়ে এসেছে সেই টাকাই দাবি করেছে। তা হলে তা দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার এত আপত্তি কীসের?‌’‌ ওয়াটসন এই প্রশ্ন তোলার পর সোশ্যাল মিডিয়ায় তাকে সমর্থন করেছেন আরেক সাবেক অজি ক্রিকেটার এড কোয়ান।  ‌

 

বিডি-প্রতিদিন/ ২৪ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর