২৫ জুন, ২০১৭ ০২:৩৩

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের

সংগৃহীত ছবি

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারতের মেয়েরা। শনিবার নটিংহ্যামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৩৫ রানে হারায় ভারত।

ভারতের দেওয়া ২৮১ তাড়া করতে গিয়ে ২৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে তিন উইকেট তুলে নেন দীপ্তি শর্মা।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। মহিলা ক্রিকেট বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে তিন উইকেটে ২৮১ রান তোলে ভারত। ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি মানধানা। 

ওপেনিং জুটিতে ১৪৪ রান যোগ করে স্মৃতি-পুনম। ৭২ বলে ১১টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি-সহ ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি। ৮৬ রান করে পুনম। ৭৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন দলনেতা মিতালি রাজ।  

এদিনই জোড়া রেকর্ড গড়েন তিনি। নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ অর্ধ-শতরানের নজির গড়েন। মিতালির ঝুলিতে এখন ৪৭টি হাফ-সেঞ্চুরি। টানা সাত ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এটাও একটা নজির। এখানেই শেষ নয়। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে’তে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। 

সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর