২৬ জুন, ২০১৭ ১৭:৪৩

হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

হাথুরুসিংহেকে পেতে মরিয়া শ্রীলঙ্কা

ফাইল ছবি

বর্তমান সময়টা মোটেও ভাল যাচ্ছে না টিম শ্রীলঙ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বাদ হওয়ার পর কোচ গ্রাহাম ফোর্ডের পদত্যাগ। সব মিলিয়ে যেন পুরোপুরি এলোমেলো শ্রীলঙ্কা দল। তবে এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে তারা। আর সেই তালিকায় প্রথমেই এসেছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম।  

এ ব্যাপারে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, দেশটির ক্রিকেট বোর্ড থেকে নাকি এরই মধ্যে হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো বক্তব্য দেয়নি। 

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অধীনে দারুণ সাফল্য পায় টাইগাররা। আর সেই ধারাবাহিকতা ধরে রাখতেই গত বছর জুনে আবার তিন বছরের জন্য তাঁর চুক্তি নবায়ন করা হয়। আগামী ২০১৯ সালে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। 

অবশ্য এর আগে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে। তবে নিজ জন্মভূমি থেকে তাঁর বিদায়ের গল্পটা খুব একটা সুখকর ছিল না। 

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর