২৭ জুন, ২০১৭ ০৫:০২

মরিনহোর পিতৃবিয়োগ

অনলাইন ডেস্ক

মরিনহোর পিতৃবিয়োগ

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর বাবা মারা গেছেন। তার বাবার নাম ফেলিক্স মরিনহো, তিনি পর্তুগাল জাতীয় দলের গোলরক্ষক ছিলেন। তবে জাতীয় দলের জার্সিতে একটি ম্যাচই খেলার সৌভাগ্য হয়েছে ফেলিক্সের। ক্লাব ফুটবলে খেলেছেন ভিক্টোরিয়া সেতুবাল ও বেলেনেসেসের হয়ে।

রবিবার ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ফেলিক্স। পর্তুগালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেলিক্স। মঙ্গলবার তার শেষকৃত্য পালন হবে সেতুবালে।

উল্লেখ্য, ফেলিক্সের কোচিং ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ১৩টি ক্লাবে কোচিং করিয়েছেন। শৈশবের ক্লাব সেতুবালের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। এই ক্লাবটির ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন তিনি।

সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ ২৭ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর