২৮ জুন, ২০১৭ ০২:৪৬

ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে ক্রিকেটার রাজ্জাক

অনলাইন ডেস্ক

ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে ক্রিকেটার রাজ্জাক

ফাইল ছবি

ঈদ উদযাপন শেষে গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট পরিবার নিয়ে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

জানা গেছে, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে গাড়ির চাকা পাংচার  হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

কাশিয়ানি থানার ওসি একেএম আলী নূর রাজ্জাকের আত্মীয় আব্দুল্লাহ বনির বরাত দিয়ে জানান, দুর্ঘটনার পর রাজ্জাক ও পরিবারের সদ্যসরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে ফিরেছেন। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন।

জানা গেছে, রাজ্জাকের বাড়ি ফকিরহাটের সৈয়দপাড়া গ্রামে। ঈদ করতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি এসেছিলেন তিনি।  দুপুরের পর স্ত্রী ইশরাত জাহান অনি, দুই বছরের ছেলে আদিয়ান এবং এক বোন ও দুই ভাগ্নিকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হন।

উল্লেখ্য, এক দশক ধরে জাতীয় দলের হয়ে খেলে আব্দুর রাজ্জাক ১৫৩টি ওয়ানডেতে ২০৭ উইকেট শিকার করেছেন। এছাড়া ১২ টেস্টে ২৩ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টিতে ৪৪ উইকেট পান রাজ্জাক। ২০০৪ সালে অভিষেক হওয়া রাজ্জাক সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন ২০১৪ সালের অগাস্টে।

বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর