শিরোনাম
২৮ জুন, ২০১৭ ১২:০১

যে কারণে কোহলিদের কোচ হতে আবেদন করেননি গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

যে কারণে কোহলিদের কোচ হতে আবেদন করেননি গাঙ্গুলি

অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানের ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে বীরেন্দ্র শেবাগ, সানরাইজার্স হায়দরাবাদ-এর কোচ টম মুডি, ব্রিটিশ কোচ রিচার্ড পাইবাস, আফগানিস্তানের কোচ লালচাঁদ রাজপুত ও ডোড্ডা গণেশ- কোচের পদের জন্য আবেদন করেছেন। সর্বশেষ এই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন টিম ইন্ডিয়ার সাবেক ডিরেক্টর রবি শাস্ত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদে না থাকলে ভারতীয় দলে কোচ হওয়ার জন্য আবেদন করতেন সৌরভ গাঙ্গুলি। কোচ হওয়ার জন্য রবি শাস্ত্রীর আবেদনকে স্বাগত জানাতে গিয়ে নিজের কোচ হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করে ফেলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক। 

বিরাট কোহলি-অনিল কুম্বলে বিতর্কে বিসিসিআইকে একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি। নাম না করলেও এই ইস্যুতে প্রশাসনিক কমিটির ভূমিকাতেও খুশি নন তিনি। ভারতীয় কোচের আবেদনের সময়সীমা বাড়ানোকেও ভাল চোখে দেখছেন না সাবেক এই তারকা ওপেনার। তবে রবি শাস্ত্রীর কোচের পদে আবেদন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর