২৮ জুন, ২০১৭ ১৪:০০

লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ পোথাস

অনলাইন ডেস্ক

লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ পোথাস

সংগৃহীত ছবি

বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম শ্রীলঙ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বাদ হওয়ার পর কোচ গ্রাহাম ফোর্ডের পদত্যাগ। সব মিলিয়ে যেন পুরোপুরি এলোমেলো শ্রীলঙ্কা দল। তবে নিজেদের গুছিয়ে তুলতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপা। গতকাল মঙ্গলবার তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছেন ফিল্ডিং কোচ নিক পোথাসকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হবে অন্তর্বর্তীকালীন পোথাসের। এই সিরিজে জিম্বাবুয়ে ৫টি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে টিম শ্রীলঙ্কা। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে পোথাসের ক্যারিয়ার খুবই ছোট। ২০০০ সালে মাত্র ৩টি ওয়ানডে খেলেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ সফল পোথাস। ২১৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রান করেছেন পোথাস। পাশাপাশি রয়েছে ৬৫৯টি ডিসমিসাল।

বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর