২৮ জুন, ২০১৭ ১৪:৪১

বিরাটদের কোচের পদে আবেদন এক ইঞ্জিনিয়ারের

অনলাইন ডেস্ক

বিরাটদের কোচের পদে আবেদন এক ইঞ্জিনিয়ারের

ফাইল ছবি

ভারতের কোচ হতে আগ্রহীরা ভারতীয় দলের কোচের পদে আবেদন করছেন। শেবাগ আগেই করেছেন এই আবেদন। শাস্ত্রীও করলেন মঙ্গলবার। ৯ জুলাই পর্যন্ত আবেদন পাঠানো যাবে। এবার বিরাটদের কোচ হতে চেয়ে আবেদন করেছেন এক ইঞ্জিনিয়ারও।

জানা গেছে, ভারতের দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৩০ বছর বয়সী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তার আবেদনপত্রে দাবি করেছেন, কোহলিকে নাকি তিনিই সামলাতে পারবেন। তিনি বলেন, "‌অনিল কুম্বলের মতো কিংবদন্তি ইস্তফা দেওয়ার পর আমি আবেদনপত্র পাঠালাম। আমার মনে হল কোহলি কোনও প্রাক্তন ক্রিকেটারকে কোচ হিসেবে এখন চাইছে না। তাই আমাকেই দায়িত্ব দেওয়া হোক।" 

তিনি আরও বলেন, "ক্রিকেট উপদেষ্টা কমিটি অন্য কাউকে দায়িত্ব দিলে তাকেও অপমান করবে কোহলি। ভারত অধিনায়ককে আমিই সামলাতে পারব। মেজাজী কোহলিকে সঠিক পথে আমিই নিয়ে আসব। তারপর না হয় আবার কোনও কিংবদন্তিকে ভারতীয় দলের প্রধান কোচের পদে আনা যাবে।" 

সত্যিই সাহস আছে দুর্গাপুরের উপেন্দ্রনাথের। শাস্ত্রী, শেবাগ, মুডিদের সঙ্গে তিনিও করে ফেলেছেন আবেদন। তার এই আবেদন পেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তো একেবারে হতবাক। 

 


বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর