২৯ জুন, ২০১৭ ০৩:৩০

আইপিএলের স্বত্ব বিক্রি ২১৯৯ কোটি রুপিতে

অনলাইন ডেস্ক

আইপিএলের স্বত্ব বিক্রি ২১৯৯ কোটি রুপিতে

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই টাকার খেলা। টুর্নামেন্টের স্পনশরশীপের মূল্য যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য। হলোও তাই। আইপিএলের টাইটেল স্পনসরশিপ বিক্রি হয়েছে ২ হাজার ১৯৯ কোটি রুপিতে!

গত মঙ্গলবার ২ হাজার ১৯৯ কোটি রুপির প্রস্তাব দিয়ে নিলামে জিতে আগামী পাঁচ বছরের জন্য মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছে।

গত দুই মৌসুম ভিভোর সঙ্গেই চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই দুই মৌসুমে স্পনসর হিসেবে বার্ষিক ১০০ কোটি রুপিরও কম খরচ হয়েছে ভিভোর। সেটা নতুন চুক্তিতে বার্ষিক ৪৩৯.৮ কোটি রুপি। অর্থাৎ প্রায় ৪৫৪ শতাংশ আয় বাড়ছে বিসিসিআইয়ের। অথচ আইপিএলের স্পন্সর হতে প্রথম পাঁচ বছর মোট ২০০ কোটি রুপি ব্যয় করেছিল ডিএলএফ!

বার্ষিক ৪০ কোটি রুপির চুক্তি এখন রূপ নিয়েছে প্রায় ৪৪০ কোটিতে! ২০২২ সাল পর্যন্ত আইপিএলের স্বত্বের লড়াইয়ে ভিভোর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আরেক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। কিন্তু অপো'র প্রস্তাব ছিল ১ হাজার ৪৩০ কোটি রুপি, যা ভিভোর ধারে-কাছেও নেই।

বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর