২৯ জুন, ২০১৭ ১৩:২৮

শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাভো

অনলাইন ডেস্ক

শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাভো

সংগৃহীত ছবি

পুরো ফুটবল বিশ্বের চোখ এখন ক্লদিও ব্রাভোর দিকে। বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে আরো একবার নিজেকে প্রমাণ করেছেন এই চিলিয়ান গোলরক্ষক। ইউরো চ্যাম্পিয়নদের তিনটি পেনাল্টি স্পট কিক ঠেকিয়ে কনফেডারেশন্স কাপ থেকে তাদের বিদায় করে দিয়েছেন তিনি।

তবে এই চিলিয়ান প্রাচীরের দাবি, তিনি নাকি তার স্বাভাবিক খেলাটা খেলতেই পারেননি। এর আগে কাফ মাসলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোন ম্যাচেই মূল একাদশে ছিলেন না। সেমির মত গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরেই নিজের সামর্থকে আরেকবার মনে করিয়ে দিলেন ম্যানসিটির গোলরক্ষক বললেন, 'আমি খুবই নিয়ন্ত্রিত একজন মানুষ। চোটের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।'

তবে এখনই আকাশে উড়তে নারাজ ব্রাভো। তিনি বলেন, 'যেভাবে খেলেছি, ম্যাচটা নিজেদের দিকে টেনে এনেছি, তাতে আমরা খুশি। তবে এখনই সব শেষ নয়। ফাইনালটা তো বাকি।'

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে কাজানের সেমিফাইনালে কুয়ারেসমা, ন্যানি এবং মৌতিনহোর তিনটি টাইব্রেক শট ফিরিয়ে দিয়েছেন ব্রাভো। তাতেই বিদায় পর্তুগালের। এর আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাভোর কাছে আর্জেন্টিনাও দু'বার আটকে গিয়েছিল।


বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর