শিরোনাম
২৩ জুলাই, ২০১৭ ০১:৩১

পিএসজির প্রাণ ভোমরা হতে রাজি নেইমার: ইএসপিএন

অনলাইন ডেস্ক

পিএসজির প্রাণ ভোমরা হতে রাজি নেইমার: ইএসপিএন

ফাইল ছবি

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যেতে আগ্রহী বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। এমনকি ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে যেতে ইচ্ছুক নেইমার দলটির সঙ্গে চুক্তি করতেও রাজি বলে জানিয়েছে ইএসপিএন।

আর তা যদি সত্যি হয়, তবে বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা নিয়ে এখন এগুতে পারে পিএসজি।

সূত্রটি জানিয়েছে, নেইমার ও তার বাবা গত কয়েক দিন ধরে পিএসজির উচ্চাভিলাষী কাতারি মালিকদের ও ক্লাবের ক্রীড়া বিষয়ক পরিচালক আন্তেরো এনরিকের সঙ্গে আলোচনা করেছেন। ক্লাবটির সঙ্গে কমপক্ষে চার বছরের জন্য বড় ধরনের একটি চুক্তি করতে নাকি রাজি হয়েছেন তারা।

শেষ পর্যন্ত পিএসজিতে আসলে সব কর দেওয়ার পর বছরে প্রায় তিন কোটি ইউরো পাবেন ২৫ বছর বয়সী নেইমার। 
বর্তমানে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন নেইমার। ফরাসি একটি পত্রিকা জানিয়েছে, পিএসজিতে যাওয়ার বিষয়টি এরই মধ্যে বেশকজন সতীর্থকে জানিয়েছেন তিনি।

তবে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের মতে, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী নেইমারের বাই আউট ক্লজের বিরাট অঙ্কের অর্থ দেওয়া পিএসজির জন্য অসম্ভব। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার কাম্প ন্যুয়েই থাকবেন বলে দৃঢ় বিশ্বাসের কথা সম্প্রতি বিবিসিকে জানান তিনি।

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর