২৬ জুলাই, ২০১৭ ১৩:৫৮

শঙ্কার মাঝেই মিরপুরে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

শঙ্কার মাঝেই মিরপুরে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বাংলাদেশ সফর বয়কটের শঙ্কার মাঝেই সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল।

সফরে এসেই  প্রতিনিধি দল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জিমনেসিয়াম, একাডেমি ভবন ও মাঠ এবং ইনডোর ঘুরে দেখেন। এসময় তারা বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বলেন।

মঙ্গলবার সফরের প্রথম দিনেই পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দল। বৈঠক শেষে পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাংলাদেশ সফর বর্জনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন স্টিভেন স্মিথরা। বোর্ড তাদের দাবি-দাওয়া মেনে না নিলে কোনো সিরিজেই অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন অজি ক্রিকেটাররা।

বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর