২৭ জুলাই, ২০১৭ ০৩:৫৪

না ফেরার দেশে ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার পেরেস

অনলাইন ডেস্ক

না ফেরার দেশে ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার পেরেস

সংগৃহীত ছবি

ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার ওয়ালদির পেরেস বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে। কিন্তু হঠাৎই শরীর খারাপ হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই জানানো হয়েছে কিংবদন্তি পেরেসের পরিবারের পক্ষ থেকে। 

ফুটবল ক্যারিয়ারটা মোটেও সহজ ছিল না পেরেসের। ১৯৮২ বিশ্বকাপে সক্রেটিস, জিকো, ফালকাও সমৃদ্ধ ব্রাজিল দলের গোলরক্ষক ছিলেন তিনি। যদিও সেবার চ্যাম্পিয়ন ইতালির কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সোবিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ভুলের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে অবশ্য নিজের পারফরমেন্সে উন্নতি করে প্রশংসিত হয়েছিলেন এই কিংবদন্তি গোলকিপার।

এর আগে ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপেও ব্রাজিল দলে ছিলেন পেরেস। তবে সবকিছু ছাপিয়ে, ১৯৭৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাও পাওলো এফ সি'তে দীর্ঘ ক্যারিয়ারই তার ফুটবল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর