২৭ জুলাই, ২০১৭ ০৮:৫৫

রুনিকে যথেষ্ট মিস করি : মরিনহো

অনলাইন ডেস্ক

রুনিকে যথেষ্ট মিস করি : মরিনহো

ফাইল ছবি

ওয়েন রুনির বিদায়কে আবেগময় বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। দলের সাবেক এই অধিনায়ককে এখনো দারুণভাবে অনুভব করেন বলে মন্তব্য করেছেন তিনি। 

ওল্ড ট্রাফোর্ডে ১৩টি মৌসুম কাটানোর পর চলতি মাসের শুরুতে সাবেক ক্লাব এভারটনে প্রত্যাবর্তন করেন ৩১ বছর বয়সি রুনি। ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক গোলের অধিকারী এই তারকা ফুটবলার ২০১৬-১৭ মৌসুমে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগের মাত্র ১৫টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। 

তারপরও তাকে হারানোর পর তার অভাববোধ থেকে গেছে উল্লেখ করে ইউনাইটেড কোচ বলেন, রুনির পরিবর্তিত পাওয়া বেশ কঠিন। 

পুর্তগীজ এই কোচ দ্যা টেলিগ্রাফকে বলেন, ‘আমি তাকে খুবই মিস করি। আমার মতে সে ছিল দারুণ এক ব্যক্তি। আমার ক্যারিয়ারে তার মতো আবেগপ্রবণ ব্যক্তি দেখিনি। সে চলে যাবার পর বিষয়টি আমাকে আরও বেশী করে নাড়া দিচ্ছে। আমি নিশ্চিত, এভারটনে সে খুবই ভালো করবে। সে ছিল ইতিবাচক প্রভাব বিস্তারকারী। আমরা বলতে পারছি না যে বর্তমান দলটিকে আরো উন্নত করতে পারব। কারণ, ওয়েন (রুনি) চলে গেছে। এখনো তার বিকল্প নেই। সে ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণদের একজন। আমার মনে হয় তার অবর্তমানে আমাদেরকে নতুন একটি পর্ব শুরু করতে হবে।’

২০০৪ সালে ছেড়ে আসা ক্লাব এভারটনের সঙ্গে দুই বছরের জন্য সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রুনি।

বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর