২৮ জুলাই, ২০১৭ ১৮:৫১

ক্রিকেট অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব ওয়ার্নারের

অনলাইন ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব ওয়ার্নারের

ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি ক্রিকেটারদের মধ্যে ঝামেলা অবসান কিছুতেই হচ্ছে না। আর এই সমস্যার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ খেলোয়াড়দেরই দোষ দিয়েছিলেন৷ এবার তাকে পাল্টা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এইভাবে ঝামেলা চলতে থাকলে আসন্ন বাংলাদেশ সিরিজের পাশাপাশি অ্যাশেজও অনিশ্চিত হয়ে পড়েছে৷

বেশ কিছুদিন হয়ে গেল এই ঝামেলা চলছে। কিন্তু বোর্ডের অনড় মনোভাবে জন্য বেশ কয়েকবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে। এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, "ব্যাগি গ্রিনটাই আমার পৃথিবী। অস্ট্রেলিয়ার সমস্ত নারী ও পুরুষ ক্রিকেটার এটার জন্যই খেলতে চায়। আমরা ‘গ্রাসরুট’ পর্যায়ে ৩০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেছিলাম। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেটা মানেনি।" 

তিনি আরও বলেন, "আমরা বোর্ডকে এর আগেও দুবার মধ্যস্থতার কথা বলেছি। তারা সেটাও প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে, টাকার সংকট রয়েছে। ক্রিকেটাররা বেকার হয়ে বসে আছে। অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও তারা ট্রেনিং করছে। অর্থ সংকট থাকা সত্ত্বেও বোর্ড কর্মকর্তাদের বেতন বন্ধ হয়নি, তারা তো এখনো বেতন পাচ্ছে। তাহলে আমাদের ভুলটা কোথায়?’

 


বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর